১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৪

রাজশাহীতে গাড়ির ধাক্কায় নিহত ২

রাজশাহী প্রতিবেদক:
রাজশাহীর বাগমারায় মাহেন্দ্রা গাড়ির (মাটিবাহী ট্রাক্টর) ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৮টায় বাগমারা উপজেলার ঢেঁকিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দুর্গাপুর উপজেলার পালশা গ্রামের মজিবুর রহমানের ছেলে রাজিব (২৫) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে বেলাল হোসেন (২১)। আহত সাজু (১৯) একই এলাকার মকলেসের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে ৮টার দিকে মোটরসাইকেলে তিনজন ঢেঁকিপাড়া থেকে দুর্গাপুর নিজ গ্রাম পালশার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে মাহেন্দ্রা গাড়ির সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাজিব নিহত হন। পরে গুরুত্বর আহত অবস্থায় বেলাল ও সাজুকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে বেলাল মারা যান।
এ ব্যাপারে আজ মঙ্গলবার দুপুরে বাগমারা থানার (ওসি) নাছিম উদ্দিন বলেন, দুর্ঘটনার কথা শুনেছি। তবে মারা গেছে কী না জানি না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ১৬, ২০১৮ ৬:৫৮ অপরাহ্ণ