১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৫

মাছ খেলে বুদ্ধি বাড়ে

স্বাস্থ্য ডেস্ক:

মাছ খেলে বুদ্ধি বাড়ে। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এ প্রমাণ মিলেছে। এতে বলা হয়, যারা মাছ কম খায় কিংবা একেবারেই খায় না তাদের চেয়ে যারা মাছ নিয়মিত খায় তাদের বুদ্ধির বিকাশ দ্রুত হয়। আর সেটা শুরু হয় শিশুকাল থেকেই।

পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বলা হয়েছে, শিশুদের নিয়মিত মাছ খাওয়ালে স্বাভাবিকের তুলনায় বুদ্ধি বাড়ে। তবে প্রতিদিন নয়, শিশুদের সপ্তাহে মাত্র এক দিন মাছ খাওয়ালেই যারা মাছ খায় না তাদের তুলনায় আইকিউ চার পয়েন্ট বেশি হয়। এমনকী যারা মাঝে মধ্যে মাছ খায় তাদের আই কিউও স্বাভাবিকের তুলনায় ৩.৩ পয়েন্ট বেশি হয়।

সেই গবেষক দলের প্রধান পিনটো মারটিন জানিয়েছেন, শিশুদের নিয়মিত মাছ খাওয়ালে তাদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ঘুমের মাত্রা ঠিক থাকে। শুধু ঘুমের সময় নয়, ভাল ঘুমের জন্যও উপকারি মাছ। এই সমীক্ষা চালানো হয়, চীনের ৫৪১ জন শিশুর উপরে। এদের বয়স ৯ থেকে ১১ বছর। ৫৪ শতাংশ ছেলে এবং ৪৬ শতাংশ মেয়ে। শুধু সেই শিশুরাই নয়, তাদের অভিভাবকদের থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর নেওয়া হয়েছে। তার উপরে নির্ভর করেই তৈরি হয়েছি রিপোর্ট।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১৬, ২০১৮ ৪:২৬ অপরাহ্ণ