চট্টগ্রাম প্রতিনিধি:
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমাকে পুনঃনিয়োগ দেয়া হলে পরের দিন থেকেই অনির্দিষ্টকালের হরতাল পালনের হুঁশিয়ারি দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি দেয় সংগঠনটি।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নাগরিক পরিষদের সভাপতি নুর জাহান বেগম। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক এডভোকেট আবছার উদ্দিন, বাঙালি ছাত্র পরিষদের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
বক্তারা বলেন, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমা নিয়োগ পাওয়ার পর বিগত চার বছরে বিশ্ববিদ্যালয়ের কোনো দৃশ্যমান উন্নয়ন করেননি। বরঞ্চ নিয়োগের ক্ষেত্রে একচেটিয়াভাবে তার নিজ এলাকা খাগড়াছড়ি জেলার খবমপুরিয়ার লোকজনকে নিয়োগ প্রদান করে আসছেন। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের কোনো ল্যাব অদ্যাবধি গড়ে তুলেনি। চলতি মাসের ১২ জানুয়ারি ভিসির মেয়াদ শেষ হয়েছে এবং তিনি পূনঃনিয়োগের জন্য তোড়জোর শুরু করেছেন।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমা পুনঃনিয়োগ পেলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম মুখ থুবড়ে পড়বে এবং এখানে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হবে। তাই ভিসির মেয়াদ না বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান। অন্যথায় যেদিন থেকে তাকে পুনঃনিয়োগ দেয়া হবে সেদিন থেকেই লাগাতার হরতাল পালনের ঘোষণা দেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
দৈনিকদেশজনতা/ আই সি