২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:০৮

যশোর সড়কের গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন

যশোর প্রতিনিধি:

যশোর-বেনাপোল মহাসড়কের ২৩১২টি গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার প্রেসক্লাবের সামনে সামজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক হাচিনুর রহমান, জেলা ছাত্রফ্রন্টের আহ্বায়ক উজ্জল বিশ্বাস, সরকারি এমএম কলেজ শাখা ছাত্রফ্রন্টের সভাপতি পলাশ পাল, সাধারণ সম্পাদক ইমরান খানসহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন, আমরা উন্নয়ন চাই। কিন্তু উন্নয়নের নামে জীববৈচিত্র ধ্বংস করা চলবে না। অবিলম্বে গাছ কাটার সিদ্ধান্ত প্রত্যাহার করে বিকল্প ব্যবস্থায় রাস্তার উন্নয়ন করা হোক।

গত ৬ জানুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যশোর-বেনাপোল সড়ক যথাযথ মানে নির্মাণ ও প্রশস্তকরণের সুবিধার্থে রাস্তার দুই পাশের গাছসমূহ অপসারণ বিষয়ে মত বিনিময় সভায় তিনজন সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান জনপ্রতিনিধি ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সর্বসম্মতিক্রমে সড়কের পাশে গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। এমন সিদ্ধান্তকে আত্মঘাতী হিসেবে আখ্যায়িত করেছেন সচেতন নাগরিক সমাজ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে তোলপাড়। তবে কেউ গাছ কেটে উন্নয়নের পক্ষে মতামতও দিচ্ছেন। গাছ কাটা বন্ধে আদালত সরকারি লিগ্যাল নোটিশ দিয়েছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে গাছ কাটা বন্ধে প্রতিবাদ শুরু হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :জানুয়ারি ১৬, ২০১৮ ৪:০৮ অপরাহ্ণ