স্পোর্টস ডেস্ক:
ভারত অধিনায়ক বিরাট কোহলিকে মাঠে বাজে ব্যবহারের জন্য শাস্তি দিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সেঞ্চুরিয়ন টেস্টের তৃতীয় দিনে আম্পায়ার মাইকেল গফের সাথে দুর্ব্যবহার করেছেন কোহলি। আর এই কারণে তার ম্যাচ ফি এর ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। এর সাথে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে ভারত নেতার নামের পাশে।
আইসিসি মঙ্গলবার জানিয়ে দেয় এই শাস্তির কথা। তাদের ভাষায় ওই ‘আচরণ খেলার স্পিরিটের সাথে যায় না’। ঘটনাটা ঘটেছিল সোমবার দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসের ২৫তম ওভারে। কোহলি বারবার আম্পায়ার গফের কাছে বলের বাজে অবস্থার জন্য অভিযোগ করছিলেন। কাজ হচ্ছিল না। বৃষ্টির বাঁধার পর আবার যখন খেলা শুরু হয় তখন কোহলি খুবই ‘আক্রমণাত্মভাবে’ বল মাটিতে ছুড়ে মারেন।
আইসিসি এটাই ধরেছে বেশি করে। ম্যাচ রেফারি ক্রিস ব্রড এটাকে আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ১ এর অপরাধে ফেলেছেন। কোহলি তার বিরুদ্ধে আনা অভিযোগ মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
দৈনিকদেশজনতা/ আই সি