২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:০৭

নিখুঁত পাঠ্যপুস্তক ছাপাতে হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, নিখুঁতভাবে পাঠ্যপুস্তক ছাপাতে হবে ।

সোমবার (২২শে মে ) ঢাকার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অডিটোরিয়ামে এনসিটিবি কর্তৃক আয়োজিত ‘২০১৮ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ সংক্রান্ত মতবিনিময় সভায়’ তিনি এ কখা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনটিসিবি চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহা।

শিক্ষামন্ত্রী বলেন, বিনামূল্যের পাঠ্যপুস্তক প্রণয়ন, মুদ্রণ ও বিতরণ একটি বিশাল কাযক্রম। এর সাথে সংশ্লিষ্ট  সকল কর্মকর্তাকে আরো সতর্কতার সাথে কাজ করতে হবে। প্রত্যেক শিক্ষার্থীর হাতে বছরের শুরুতে বই পৌঁছে দিতে চাই। এর কোন ব্যত্যয় করা যাবে না। এখানে ব্যর্থতার কোন সুযোগ নাই।নিখুঁত বই ছাপাতে হবে। গত বছর যেসব ভুল হয়েছিল সেগুলো সম্পর্কে সচেতন থাকতে হবে। নতুন কোন ভুল যাতে না হয়  সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

তিনি অারও বলেন, সামান্য ভুলের কারণে একটি বড় অর্জনও ম্লান হয়ে যেতে পারে। কোন ভুল হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের তার দায় নিতে হবে। সঠিক সংখ্যায় পাঠ্যপুস্তক যাতে উপজেলা পর্যায়ে পৌঁছে সে জন্য মন্ত্রলালয় পর্যায়ে একটি মনিটরিং কমিটি গঠনেরও নির্দেশ দেন

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর এবং এনসিটিবির সদস্য ড. রতন সিদ্দিকী।

সভায় এনসিটিবির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারিগণ  উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :মে ২২, ২০১৭ ৫:৫০ অপরাহ্ণ