১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৮

ঢাবি সিনেট নির্বাচনে নীল দলের বড় জয়

অনলাইন ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে ৩৫ জন শিক্ষক প্রতিনিধির মধ্যে সরকার-সমর্থক নীল দল ৩৩টি আসন পেয়েছে। বাকি দুটি আসন পেয়েছেন বিএনপি-জামায়াত সমর্থক সাদা দল।

সোমবার দুপুরে ফল গণনা শেষে নির্বাচন কমিশনার অধ্যাপক মো. কামাল উদ্দীন এই ফল ঘোষণা করেন। সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে নির্বাচনের ভোট গ্রহণ হয়। মোট ভোটার ছিলেন ১ হাজার ৫৪১ জন।

এবার  নীল দল থেকে ৩৪ জন ও সাদা দল থেকে ৩৫ জন প্রার্থী ছিলেন। সে হিসাবে সাদা দলের একটি আসন নিশ্চিত ছিল। নীল দল থেকে প্রার্থী হওয়া মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক সায়মা খানমের চেয়ে ভোটে এগিয়ে থাকায় আরও একটি আসন নিশ্চিত হয়েছে সাদা দলের।

সাদা দল থেকে নির্বাচিত দুজন সিনেট সদস্য হলেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান।

বাকিরা নীল দল থেকে নির্বাচিত হয়েছেন। নতুন নির্বাচিত হতে যাওয়া সিনেটের সদস্যদের ভোটেই পরবর্তী উপাচার্য নির্বাচিত হওয়ার কথা। আগামী আগস্টে বর্তমান উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হচ্ছে।

দৈনিক দেশজনতা/এমএম

প্রকাশ :মে ২২, ২০১৭ ৫:৫২ অপরাহ্ণ