২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৮:১৮

অনশনে অসুস্থ হয়ে এক শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

তীব্র শীত উপেক্ষা করেও নন-এমপিও শিক্ষকদের আমরণ অনশন চলছে জাতীয় প্রেসক্লাবের সামনে। ১৮৫ জন শিক্ষক ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে কুষ্টিয়ার এক নন-এমপিও শিক্ষকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

নিহত ওই শিক্ষকের নাম আব্দুল মান্নান, তিনি নন-এমপিও মিরপুরের চিথলিয়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গত ২৬ ডিসেম্বর ২০১৭ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। অনশনরত অবস্থায় ওই শিক্ষক অসুস্থ হয়ে পড়লে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার দুপুরে মারা যান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১৬, ২০১৮ ৯:৩৬ পূর্বাহ্ণ