স্পোর্টস ডেস্ক:
ত্রিদেশীয় সিরিজ খেলতে শ্রীলঙ্কা ক্রিকেট দল এখন ঢাকায়। এ সিরিজ পর স্বাগতিক বাংলাদেশের সঙ্গে টেস্ট ও টি২০ খেলবে শ্রীলঙ্কা।এরই মধ্যে বাংলাদেশকে টি২০ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানালো শ্রীলঙ্কা।
স্বাধীন শ্রীলঙ্কার ৭০ বছর পূর্তি উপলক্ষে শ্রীলংকা আয়োজন করেছে ত্রিদেশীয় টি২০ সিরিজ। ৮ থেকে ২০ মার্চ সময়ের মধ্যে অনুষ্ঠিতব্য এ সিরিজে স্বাগতিকদের সঙ্গে থাকবে বাংলাদেশ ও ভারত।
এরই মধ্যে ভারতে খেলতে গিয়ে দেশটিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়ে এসেছে শ্রীলংকা। এবার আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র দেওয়া হলো বাংলাদেশকেও। সোমবার টেস্ট ও টি২০-র অধিনায়ক সাকিব আল হাসানের হাতে আমন্ত্রণপত্রটি তুলে দেন শ্রীলংকার সীমিত ওভার ক্রিকেটের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ।
‘নিদাহাস ট্রফি’ নামের এই সিরিজের আমন্ত্রণ জানানোয় শ্রীলংকা বোর্ডকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাকিব। তিনি বলেন, ‘বন্ধুত্বের এই আমন্ত্রণ গ্রহণ করেছি। আশা করি খুবই সফল একটি টুর্নামেন্ট হবে এটি।’
শ্রীলংকা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা বলেন, ‘আমরা খুশি যে, আমাদের নিকট প্রতিবেশীরা আমাদের স্বাধীনতা উদযাপনে শরিক হচ্ছেন।’
টি২০ ফরমেটের এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। খেলাগুলো হবে ঢাকায় চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের মতো করে। অংশগ্রহণকারী তিনটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে মুখোমুখি হবে। সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুই দেশ খেলবে ফাইনালে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

