২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:৫৩

স্বামী হত্যার দায় স্বীকার গৃহবধূর

নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরের কালকিনিতে স্বামী সরদারকে অচেতন করে নিজে হত্যা করেছে বলে স্বীকার করেছেন তার স্ত্রী আসমা বেগম। সোমবার সকালে পুলিশের কাছে দেয়া ১৬১ ধারায় জবানবন্দিতে তিনি হত্যার কথা স্বীকার করেন।

আসমার স্বীকারোক্তি নিয়ে পুলিশ জানায়, পৌর এলাকার রামনগর গ্রামের ছত্তার সরদারের ছেলে সরদারকে তার স্ত্রী আসমা বেগম রাতের খাবারের সাথে ২০টি ঘুমের ট্যাবলেট খাওয়ান। এতে তিনি কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়লে তাকে শ্বাসরোধ করে হত্যা ঘাতক স্ত্রী আসমা বেগম। এ ঘটনায় আসমা বেগমের বিরুদ্ধে কালকিনি থানায় হত্যা মামলা করেছেন নিহতের পরিবার। স্বীকারোক্তি নেয়ার পর আসমা বেগমকে মাদারীপুর জেলে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে কালকিনি থানার উপ-পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, স্বামীকে নিজের হাতে শ্বাসরোধ করে হত্যা করেছে স্ত্রী আসমা বেগম। এ বিষয় তিনি নিজেই থানায় স্বীকারোক্তি দিয়েছেন। গত শনিবার ভোরে সরদারের লাশ নিজ ঘর থেকে উদ্ধার করে পুলিশ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১৫, ২০১৮ ৩:২৩ অপরাহ্ণ