১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৪

ফার্মগেটে শুরু হয়েছে তিন দিনের সবজি মেলা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ফার্মগেটে শুরু হয়েছে তিন দিনের সবজি মেলা। মেলায় চেনা-অচেনা শতাধিক প্রকারের সবজির পসরা বসেছে। ‘সারা বছর সবজি চাষে, পুষ্টি-স্বাস্থ্য অর্থ আসে’ এ প্রতিপাদ্য নিয়ে হচ্ছে এই জাতীয় সবজি মেলা। গতকাল রোববার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে এ মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী ও নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে তৃতীয়বারের মতো এ মেলা চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত।

সোমবার মেলা ঘুরে দেখা গেছে, কৃষক উৎপাদিত প্রচলিত যেসব সবজি মানুষ চেনে, তার বাইরেও একই সবজির ভিন্ন জাত প্রদর্শন করা হচ্ছে। সবজি প্রদর্শন ছাড়াও সংরক্ষণ, বিভিন্ন জাতের সঙ্গে পরিচয়, সবজির উৎপাদন ও প্রযুক্তি নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান স্টল দিয়েছে।

মেলায় সোমবার সকাল সকাল সবজিপ্রেমীদের উপছে পড়া ভিড় দেখা গেছে। সবাই ঘুরে ঘুরে দেখছেন, সঙ্গে অনেকেই ব্যাগ ভরে সবজি কিনে নিয়ে যাচ্ছেন। তীব্র শীত উপেক্ষা করে মেলায় মা-বাবার সঙ্গে শিশুদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মেলায় কথা হয় রিজিয়া বেগমের সঙ্গে। তিনি বলেন, রোববারই খবর পেয়েছি বাড়ির পাশে সবজি মেলা হচ্ছে। কাল সময় করে আসতে পারিনি। তাই ছেলেকে নিয়ে আজ আসলাম। মূলত ছেলেকে সব সবজির সঙ্গে পরিচিত করানোর জন্যই এসেছি।

আয়োজকরা জানায়, এবার জাতীয় সবজি মেলায় ৮০টি স্টল এবং চারটি প্যাভিলিয়ন রয়েছে। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সবজি ও সবজি উৎপাদন প্রযুক্তি তুলে ধরছে। মেলার বিষয়ে কৃষি অফিসার কেবিডি মিজানুর রহমান বলেন, ‘কৃষিপ্রধান দেশ হিসেবে বাংলাদেশে এ ধরনের মেলার গুরুত্ব অনেক বেশি। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সবজি ও সবজি উৎপাদন প্রযুক্তি তুলে ধরছে, এতে নতুন নতুন সবজি সম্পর্কে মানুষ সচেতন হতে পারছেন।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১৫, ২০১৮ ৩:১৮ অপরাহ্ণ