লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারি সীমান্তের মুগলীবাড়ী এলাকা থেকে মোফাজ্জাল হোসেন (৩৩) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৫ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে তাকে ধাওয়া করে ধরে নিয়ে যাওয়া হয়। মোফাজ্জাল পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নের মুগলীবাড়ি এলাকার আব্দুল হানিফের ছেলে।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার বুড়িমারি সীমান্তের ৮৪১ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাবপিলার সীমান্ত পথে ১০/১২ জনের একটি দল গরু আনতে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ভারতের কোচবিহার জেলার ৬১-বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ি ক্যাম্পের একটি টহল দল তাদেরকে ধাওয়া করে মোফাজ্জলকে আটক করে নিয়ে যায়। এসময় ভারতীয় ও বাংলাদেশি গরু পারাপারকারী দলের অন্য সদস্যরা পালিয়ে যায়। এ ঘটনায় রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডারের পক্ষ থেকে সোমবার সকালে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে প্রতিবাদপত্র পাঠানো হলেও বিএসএফ সদস্যরা তা প্রত্যাখান করে।
রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর সৈয়দ মুনীরুজ্জামান বলেন, ‘প্রাথমিক তথ্যে জানা যায় উভয় দেশের কয়েকজন গরু পারাপারকারী রাখাল সীমান্তে জড়ো হয়েছিল। এমন খবর পেয়ে কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ি ক্যাম্পের একটি টহল দল তাদের ধাওয়া করে মোফাজ্জল নামে একজনকে ধরে নিয়ে গেছে। এ বিষয়ে সোমবার সকালে কোম্পানি কমান্ডার লেভেলে পতাকা বৈঠকের আহবান করলেও বিএসএফ’র পক্ষ থেকে কোন সাড়া মেলেনি।
দৈনিকদেশজনতা/ আই সি