স্পোর্টস ডেস্ক:
ঘরের মাঠে আট বছর পর আবার একটি ত্রিদেশীয় সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। ২০১০ সালে হারের বেদনা নিয়ে মাঠ ছেড়েছিল টাইগাররা। তবে এই আট বছরে আমূল বদলে গেছে দলটি। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবে তারা। উদ্বোধনী দিনে স্বাগতিকদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। জয় ছাড়া কোন বিকল্পই ভাবছে না বাংলাদেশ দল। শুরুতেই ভাগ্যকে সঙ্গেই পেয়েছে টাইগাররা। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

