আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম শীর্ষ নেতা আবু হামজা হামদান অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন। রোববার লেবাননের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিডন শহরের বুস্তান আল-কাবির এলাকায় হামদানকে গাড়িবোমা হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়। হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেলেও তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে লেবানন ২৪নিউজ ওয়েবসাইট।
আবু হামজা হামদান গাজা উপত্যকাভিত্তিক হামাসের শীর্ষ নেতা। লেবাননে তিনি কী কাজে গিয়েছিলেন তা জানা যায়নি। কোনো কোনো খবরে বলা হচ্ছে- এ বিস্ফোরণে অন্য আরো কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন। লেবাননের আন-নাহার পত্রিকা একটি ছবি প্রকাশ করেছে, যাতে দেখা যাচ্ছে- একটি গাড়িতে আগুন জ্বলছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতাদের গুপ্ত হামলা চালিয়ে হত্যার জন্য কুখ্যাত দখলদার ইসরাইলেল গোয়েন্দা সংস্থাগুলো। সর্বশেষ গত বছরের মার্চ মাসে ইসরাইল হামাস নেতা মাজেন ফুকাহাকে হত্যা করেছিল।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

