২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:১৫

লালপুরে পুলিশিং কমিটির আলোচনা সভা

লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী অলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (১৪ জানুয়ারি) সকালে ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ হল রুমে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ এর সভাপতিত্বে ও এস আই সুকোমল দেবনাথের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজশাহী ডিআইজি কার্যালয়ের এস.আই (সিপিও) আইনাল হক, লালপুর পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও ২নং ঈশ্বরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, লালপুর থানার এস আই আব্দুল জলিল সহ সকল ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ইউপি সদস্য, জন সাধারণ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন পুলিশ জনতা, জনতাই পুলিশ। দেশে মাদক , জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করতে প্রথমে জনসাধারণকে এগিয়ে আসতে হবে। পুলিশের পাশাপাশি যদি কমিউনিটি পুলিশিং কমিটি পুলিশের পাশে থেকে কাজ করে তাহলে আমরা সমাজের এসব সমস্যা সহজেই দূর করতে পারব।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১৪, ২০১৮ ৬:০৬ অপরাহ্ণ