১১ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:৫৬

লোহাগাড়ার ইউএনও ওসিসহ ৪ জনকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের লোহাগাড়ার ইউএনও এবং ওসিসহ চারজনকে তলব করেছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসাইন এবং বিচারপতি মো. আতাউর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন। রমামলার বাদির আইনজীবী মনজিল মোরসেদ এসব তথ্য জানান।

আইনজীবী জানান, লোহাগাড়া থানার আবুনগরের মো. বেলাল হোসেনকে গত ১৪ অক্টোবর মোবাইল কোর্ট আট মাসের সাজা দেয়। মোবাইল কোর্টের ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি। আবেদনের ওপর শুনানি নিয়ে আজ আদালত রুল জারি করে। রুলে বেলালকে দেয়া ওই সাজার আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং মোবাইল কোর্টের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে। আদালতে হাজির হয়ে তাদের এসব বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

তাছাড়া বাদি বেলালকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে ২ থেকে ৫ নম্বর বিবাদিদের  প্রতি কেন নির্দেশ দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। বিবাদিরা হলেন- যথাক্রমে স্বরাষ্ট্রসচিব, ইউএনও মো. মাহবুব আলম, ওসি শাহাজাহান, দুই এসআই হেলাল খাঁন ও ওয়াসিম মিয়া। আগামী ২৮ জানুয়ারি তাদের হাইকোর্টে স্বশরীরে হাজির হতে নির্দেশ দেয়া হয়েছে।

পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মোবাইল কোর্ট স্থাপন করে বাদির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে রিটে। যা সংবিধান ও আইনের পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে আবেদনে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১৪, ২০১৮ ৩:৪৯ অপরাহ্ণ