১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪১

সিরাজগঞ্জে বিএনপির দুই নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা  ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অমর কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরের দিকে শহরের ইবি রোডস্থ পুরাতন শহীদ মিনার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, রোববার দুপুরে ইবি রোডস্থ পুরাতন শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানার বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে দায়ের করা দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং অমর কৃষ্ণ দাসের বিরুদ্ধে ৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ মামলায় তাদের গ্রফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে বলে ওসি জানান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১৪, ২০১৮ ৩:৪৫ অপরাহ্ণ