১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২০

বাসা থেকে আখেরি মোনাজাতে অংশ নিলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মুনাজাতে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশানের নিজ বাসভবন ফিরোজাতে বসেই টঙ্গির তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নেন তিনি। আজ রোববার বেলা ১১টায় চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস এ তথ্য জানিয়ে বলেন, বিগত বছরের ন্যায় এবারো আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বাসভবন ফিরোজাতে বসে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১৪, ২০১৮ ২:০১ অপরাহ্ণ