১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৫

মাদক ব্যবসায়ীদের সহায়তায় রাজনৈতিক ব্যক্তি ও পুলিশ

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে তিন হাজারেরও বেশি মানুষ মাদক ব্যবসায়ের সাথে জড়িত রয়েছে। এতে সহায়তাকারী হিসেবে দেড় শতাধিক রাজনৈতিক ব্যক্তি ও পুলিশ সদস্য জড়িত আছেন। এসব মাদক ব্যবসায়ীর একটি তালিকা তৈরি করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে তালিকায় থাকা মাদক ব্যবসায়ী ও তাদের সহায়তাকারীরা।

মাদক ব্যবসায় জড়িতদের গডফাদার, ডিলার ও ব্যবসায়ী হিসেবে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এ তালিকাটি গত বছরের শেষদিকে প্রস্তুত করা হলেও চলতি বছরের শুরুতে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়।

তবে ডিএনসির অপারেশন ও গোয়েন্দা শাখার পরিচালক ডিআইজি সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ জানান, তালিকা ধরে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। সব মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে।

ডিএনসির দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, তিন ক্যাটাগরিতে সারাদেশের প্রায় তিন হাজার ১০০ মাদক ব্যবসায়ীর তালিকায় ডিলার রয়েছে ৭০০ ও গডফাদার প্রায় দেড়শ’। গডফাদারদের মধ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরও নাম রয়েছে। তালিকায় তাদের স্বজনদেরও নাম রয়েছে। তারা মূলত আড়ালে থেকে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে।

এ কারণে ডিএনসির কর্মকর্তারা সহজে তাদের ধরতে পারেন না। ওই কর্মকর্তা বলেন, সম্প্রতি মিয়ানমার থেকে সমুদ্রপথে ট্রলারে করে ৩৫ লাখ ইয়াবার চালান আসে। ওই চালানটি ছিল চট্টগ্রামের এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির। উপকূলে মাঝিদের কয়েকটি ট্রলার দেখে তা কোস্টগার্ড সদস্যের মনে সন্দেহের উদ্রেক করে। এক পর্যায়ে পাচারকারীরা ইয়াবাভর্তি ট্রলার পানিতে ডুবিয়ে পালিয়ে যায়। এর পর জেলেদের অনেকেই ডুব দিয়ে কয়েক লাখ ইয়াবা পানি থেকে তুলে নিয়ে যায়।

তালিকায় নাম থাকার বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিলন বলেন, ‘নেশা তো দূরের কথা, আমি সুপারি পর্যন্ত খাই না। আমি মাদকের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। প্রতিপক্ষ কেউ হয়তো আমাকে হেয় করার জন্য তালিকায় নাম উঠিয়েছে।’

জানা যায়, রাজধানীর অন্তত ৩০০ মাদক ব্যবসায়ী ও নিয়ন্ত্রকের নাম এসেছে। এ ছাড়া খুচরা বিক্রেতাদের নামও উল্লেখ করা হয়েছে। রাজধানীতে চার শতাধিক স্পটে মাদক ব্যবসা চলছে। সংশ্লিষ্টরা অনেককে ম্যানেজ করে চিহ্নিত ওইসব স্পটে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

সূত্র জানায়, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডিএনসিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অধিদফতরের মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদ সম্প্রতি সারাদেশের কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক বৈঠকে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন।

দৈনিক দেশজনতা/এমএইচ

প্রকাশ :মে ২২, ২০১৭ ২:৫৬ অপরাহ্ণ