২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:১১

২০১৭-১৮ শিক্ষাবর্ষে মাভাবিপ্রবিতে শূন্য আসন ৪৬টি

নিজস্ব প্রতিবেদক:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের প্রথম অপেক্ষমান তালিকাভুক্ত প্রার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৮১৫ আসনের বিপরীতে মেধা ও প্রথম অপেক্ষমান তালিকা থেকে এ পর্যন্ত মোট ৭৬৯ জন ভর্তি হয়েছে। এখনও আসন শূন্য রয়েছে ৪৬টি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক জানায়, ৬ জানুয়ারী সাক্ষাৎকারে উপস্থিত প্রার্থীদের মেধাক্রম অনুসারে বিভাগ ভিত্তিক দ্বিতীয় অপেক্ষমান তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ওই তালিকাভুক্ত প্রার্থীদের ১৫ ও ১৬ জানুয়ারী সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে ভর্তি হতে হবে।

এ ছাড়া ভর্তিসংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.mbstu.ac.bd) পাওয়া যাবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১৩, ২০১৮ ৮:৩৫ অপরাহ্ণ