৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:২০

জৈন্তাপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

 সিলেট প্রতিবেদক:
সিলেটের জৈন্তাপুরে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে দুই নারী ও এক শিশুসহ তিন জন নিহত হয়েছেন। শনিবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৬টায় জৈন্তাপুরের দরবস্ত বাজারে এ ঘটনাটি ঘটেছে। জৈন্তাপুর থানার ওসি খান মো. মাইনুল জাকির এ খবর নিশ্চিত করেছেন।

ওসি জানান, বিদ্যুতের খাম্বা বোঝাই ট্রাকের সঙ্গে জৈন্তাপুরগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মহিলা ও শিশুসহ তিন জন নিহত হন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ১৩, ২০১৮ ৮:৩৪ অপরাহ্ণ