১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৭
A home on Glen Oaks Road damaged by mudslides in Montecito, California, U.S., January 10, 2018. Kenneth Song/Santa Barbara News-Press via REUTERS

ক্যালিফোর্নিয়ায় কাদাপানির স্রোতে নিহতের সংখ্যা বেড়ে ১৮

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় ক্যালিফোর্নিয়া রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ সপ্তাহের শুরুতেই প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে বয়স্ক এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। ফলে এ নিয়ে সেখানে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। খবর এএফপির।

শুক্রবার সান্তা বারবারা কাউন্টির শেরিফ বিল ব্রাউন বলেন, অনুসন্ধান ও উদ্ধারকর্মী দল ৮৭ বছর বয়সী ওই ব্যক্তিকে তার বাসা থেকে উদ্ধার করে। দুই বছরের এক শিশুসহ এখনো ছয়জন নিখোঁজ থাকায় উদ্ধারকর্মীরা চতুর্থ দিনের মতো তাদের অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে। মঙ্গলবারের প্রচন্ড বর্ষণের কারণে মন্টিসিটো পর্বত থেকে ঢল নেমে আসায় এমন ধসের সৃষ্টি হয়। এ ঢলের কারণে ৬৫টি ঘরবাড়ি একেবারে ধসে পড়েছে এবং ৪৬২টি ঘরবাড়ির অনেক ক্ষতি হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

 

প্রকাশ :জানুয়ারি ১৩, ২০১৮ ১২:৪২ অপরাহ্ণ