আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের সুপ্রিম কোর্টের প্রশাসনিক কাজকর্ম সঠিক পথে চলছে না অভিযোগ এনে প্রধান বিচারপতি দীপক মিশ্রর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন চার বিচারপতি। এ বিষয়ে একাধিকবার প্রধান বিচারপতির সঙ্গে কথা বললেও কোনো কাজ হয়নি বলে দাবি করেছেন তারা।
শুক্রবার সকালে হঠাৎ করেই এই সংবাদ সম্মেলন করেন দেশটির সুপ্রিম কোর্টের চার বিচারক। তারা হলেন- জে চেলামেশ্বর, রঞ্জন গগৈ, মদন লোকুর ও কুরিয়েন জোসেফ।
সংবাদ সম্মেলনে চার বিচারক বলেন, শুক্রবার সকালেও তারা প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছিলেন। কিন্তু, তাতে কাজ না হওয়ায় পুরো বিষয়টিকে প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন তারা।
প্রধান বিচারপতির ‘ইমপিচমেন্ট’ কি চাইছেন কি না- এই প্রশ্নের জবাবে বিচারপতিরা জানান, এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নিক।
দেশটির শীর্ষ আদালতের চার বিচারপতির এমন বিস্ফোরক অভিযোগ ভারতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে তারা বলেন, প্রধান বিচারপতি নিয়ম ভেঙে নিজের মর্জি অনুযায়ী মামলার বেঞ্চ নির্ধারণ করছেন। উচ্চ আদালত যদি নিয়ম না মানে, তাহলে ভারতে গণতন্ত্রও বাঁচতে পারবে না বলে তারা সতর্ক করেছেন।
বিচারকদের এমন পদক্ষেপের পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন।
দৈনিক দেশজনতা/এন এইচ