২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০৯

পোশাক শ্রমিকদের দাবি ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক:

ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন পোশাক শ্রমিকরা।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন গার্মেন্টস সংগঠন আয়োজিত এক শ্রমিক সমাবেশে এ দাবি জানানো হয়।

পাশাপাশি অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করার দাবিও জানান শ্রমিক নেতারা।

শ্রমিক নেতা আহসান হাবিব বুলবুলের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি জাহেদুল হক মিলু, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সহ-সভাপতি খালেকুজ্জামান লিপন প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১২, ২০১৮ ৮:৩৩ অপরাহ্ণ