২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৩৯

বড়পুকুরিয়া কয়লাখনি মামলা বেগম খালেদা জিয়ার আবেদনের বিষয়ে আদেশ ২৮ মে

নিজস্ব প্রতিবেদক:

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের ওপর ২৮ মে আদেশের জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বেগম খালেদা জিয়ার করা লিভ টু আপিলের শুনানি শেষে আদেশের এই দিন ধার্য করেন।

আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন, আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন, মাহবুব উদ্দিন খোকন ও এম বদরুদ্দোজা বাদল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন, আইনজীবী খুরশীদ আলম খান। তিনি বলেন, লিভ টু আপিলের শুনানি শেষে আদালত ২৮ মে আদেশের জন্য দিন ধার্য করেছেন।

ওই মামলাটি বাতিল চেয়ে বেগম খালেদা জিয়ার করা আবেদন গত বছরের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট খারিজ করে রায় দেন। সেইসঙ্গে মামলার কার্যক্রমে এরআগে দেয়া স্থগিতাদেশ তুলে নেয়া হয়। ফলে মামলার কার্যক্রম পরিচালনায় বাধা কাটে। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন বেগম খালেদা জিয়া।

বিএনপির চেয়ারপারসন গত বছরের ২৬ জুন লিভ টু আপিল করেন। পরে চেম্বার বিচারপতির আদালত হয়ে লিভ টু আপিল আজ শুনানির জন্য নিয়মিত বেঞ্চে উঠে।

দৈনিক দেশজনতা/এমএইচ

 

প্রকাশ :মে ২২, ২০১৭ ১২:৫৭ অপরাহ্ণ