১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১০

কেন্দ্রীয় কারাগারের হাজতীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা কেন্দ্রীয় কারাগারের মনু মিয়া (৩৫) নামে এক হাজতীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টা ৫মিনিটে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারারক্ষী মোঃ আবু হানিফ জানান, কারাগারে অসুস্থ্ হয়ে পড়লে কারা-চিকিৎকের আদেশে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরো জানান, মৃত মনু মিয়ার বাবার নাম মতিন মিয়া। হাজতী নম্বর ৩১৩১০/১৭। তবে সে কোন মামলার আসামী তা জানাতে পারেননি কারারক্ষী হানিফ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১১, ২০১৮ ৪:০৮ অপরাহ্ণ