২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৪

এবার অনশনে যাচ্ছেন বেসরকারি শিক্ষক–কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক:

বেসরকারি শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে গতকাল বুধবার থেকে নতুন করে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন পাঁচটি বেসরকারি শিক্ষক-কর্মচারী সংগঠনের মোর্চা বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম। তাদের এই দাবি অাগামী ১৩ ফেব্রুয়ারি শনিবারের মধ্যে মেনে না নিলে অাগামী ১৪ ফেব্রুয়ারি থেকে অামরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষক–কর্মচারীরা।

এ বিষয়ে জানতে চাইলে বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের যুগ্ম অাহবায়ক জি এম শাওন পরিবর্তন ডটকমকে বলেন, অামরা বিগত দুই দিন ধরে এখানে অবস্থান ধর্মঘট পালন করছি। অাগামী ১৩ তারিখের মধ্যে অামাদের জাতীয়করণের দাবি মেনে না নিলে অাগামী রোববার থেকে অামরণ অনশনে যাবো।

তিনি অারো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ছাড়া অামরা কর্মসূচি চালিয়ে যাবো। অামাদের বিশ্বাস প্রধানমন্ত্রী অামাদের এই দাবি মেনে নেবেন।

লিয়াজোঁ ফোরামের উপদেষ্টা ও বাংলাদেশ শিক্ষক সমিতির একাংশের সভাপতি নজরুল ইসলাম পরিবর্তন ডটকমকে বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে পুলিশ সেখানে কর্মসূচি করতে দেয়নি। পরে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এই কর্মসূচি শুরু করেছেন। শিক্ষা জাতীয়করণের ঘোষণা দিয়ে তা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ঘোষণা না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবো।

শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে পাঁচটি শিক্ষক সংগঠন মিলে এই লিয়াজোঁ কমিটি গঠন করেছে। সংগঠনগুলো হলো, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল), বাংলাদেশ শিক্ষক সমিতি (শাহ আলম-জসিম), বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন এবং জাতীয় শিক্ষক পরিষদ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ১১, ২০১৮ ৩:১১ অপরাহ্ণ