১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৬

তিউনিশিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক:

তিউনিশিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে এক ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। এঘটনায় অনেক পুলিশ সদস্য আহত হয়েছে। সরকারের ব্যয় সংকোচন নীতির কারণে ক্ষুব্ধ জনগণ রাস্তায় নেমে এলে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে পুলিশ দুই শতাধিক লোককে গ্রেফতার করেছ। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়।
আরব বসন্ত আন্দোলন ছড়িয়ে পড়ায় ২০১১ সালে উত্তর আফ্রিকার এ দেশে তুলনামূলকভাবে স্বাভাবিক গণতান্ত্রিক পরিবর্তন হলেও সাত বছর পর দেশটির ব্যাপক অর্থনৈতিক মন্দাকে কেন্দ্র করে এ আন্দোলন ছড়িয়ে পড়ে।
এ বছরের শুরুতে সীমিত নতুন বাজেট কার্যকর করার পর মূল্য-সংযোজন ও সামাজিক কর বাড়ানোকে কেন্দ্র করে তিউনিশিয়ায় অস্থিরতা ছড়িয়ে পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খলিফা চিবানি স্থানীয় রেডিওকে বলেন, মঙ্গলবার ও বুধবার দেশব্যাপী সংঘর্ষ চলাকালে পুলিশ বাহিনীর ৪৯ জন সদস্য আহত হয়েছে এবং এ সময় ২০৬ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, এসময় বিভিন্ন স্থাপনায় হামলার কারণে অনেক সম্পদের ক্ষতি হয়েছে।
দৈনিক দেশজনতা / আই সি
প্রকাশ :জানুয়ারি ১১, ২০১৮ ১:৫৯ অপরাহ্ণ