১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪২

পাঁচ বছর পর লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল

দেশজনতা ডেস্ক :

লা লিগায় পাঁচ বছরের অপেক্ষাটা ফুরোলো রিয়াল মাদ্রিদের। জিনেদিন জিদানের হাত ধরে ২০১২ সালের পর লিগ শিরোপা পুনঃরুদ্ধার করলো দলটি।  রোববার রাতে লিগ চ্যাম্পিয়ন হতে মালাগার বিপক্ষে ড্র করলেই হতো। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমারা কি আর শিরোপার আনন্দে একটু খানি অপূর্নতা রাখতে চান? প্রতিপক্ষের মাঠে তাই ২-০ গোলের জয় তুলে নিয়েই শিরোপা উৎসবে মাতে দলটি। রিয়ালের এটি ৩৩তম লিগ শিরোপা।

শিরোপার ভাগ্যটা নিজেদের হাতে রেখেই মালাগার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল। তাদের পিছনে ছিল বার্সেলোনা। একই দিন যারা নিজেদের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নামে এইবারের বিপক্ষে। রিয়ালকে পিছনে ফেলে বার্সার শিরোপা জয়ের একটাই সুযোগ ছিল। এইবারকে হারাতে তো হবেই। হারতে হবে রিয়ালকেও। বার্সা এইবারকে হারিয়েছে ঠিকই। কিন্তু রিয়ালের তো বয়েই গেছে মালাগাকে বিন্দু মাত্র ছাড় দিতে। তাদের লক্ষ্য তো আর শুধু লিগ শিরোপা জয়ই নয়। ৩ জুন কার্ডিফে চ্যাম্পিয়ন্স ট্রফিটাও জিতে ক্লাব ইতিহাসে প্রথমবারে মতো চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপা ঘরে তুলতে চায় তারা।

উৎসবের প্রস্তুতি নিয়ে রাখা রিয়ালকে এদিন ম্যাচের ২ মিনিটেই আনন্দে মাতান ক্রিশ্চিয়ানো রোনালদো।  সি আর সেভেনের গোলে ১-০ এর লিড জিদানের দলের। বিরতি থেকে ফেরে ম্যাচের ৫৫ মিনিটে করিম বেনজেমা ম্যাচের ব্যবধান ২-০ করে ফেলেন। শেষে ওই ২-০ গোলের জয়েই শিরোপার আনন্দে মাতে রিয়াল।

৩৮ ম্যাচে ৯৩ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল রিয়াল মাদ্রিদ। ২৯ জয় আর ৬ ড্র এর বিপরীতে দলটি ম্যাচ হেরেছে মাত্র ৩টি। অন্যদিকে লিগ রানার্সআপ বার্সেলোনা চিরপ্রতিদ্বন্দ্বি রিয়ালের চেয়ে তিন পয়েন্ট পিছনে থেকে লিগ শেষ করেছে। ৩৮ ম্যাচে তাদের পয়েন্ট ৯০। ৭৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অ্যাতলেতিকো। ৭২ পয়েন্ট নিয়ে লিগে চতুর্থ সেভিয়া।

দৈনিক দেশজনতা/এমএইচ

প্রকাশ :মে ২২, ২০১৭ ১১:৪৪ পূর্বাহ্ণ