১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০০

উত্তরাঞ্চলে পণ্য পরিবহন ধর্মঘট চলছে

নিজস্ব প্রতিবেদক:

উত্তরাঞ্চলের ১৬ জেলায় চলছে পণ্য পরিবহন ধর্মঘট। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় ট্রাক ট্যাঙ্কলরি ও কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটের দ্বিতীয় দিন সোমবার। মহাসড়কে পুলিশি চাঁদাবাজি, অবৈধ যান চলাচল বন্ধ ও ড্রাইভিং লাইসেন্স নবায়নে হয়রানি বন্ধসহ ৭ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। চলবে মঙ্গলবার সকাল পর্যন্ত। রাজশাহীতেও স্বতস্ফূর্তভাবে ধর্মঘটের ২য় দিন পালিত হচ্ছে।

ধর্মঘটের ফলে রোববার সকাল থেকেই বন্ধ রয়েছে সকল ধরনের পণ্যবাহী যানবাহন। জেলার অভ্যন্তরে ও আন্তরুটে কোনো ধরনের পরিবহন চলাচল না করায় বিপাকে পড়েছেন আম, সবজি ও লিচুসহ পচনশীল পণ্য ব্যবসায়ীরা। ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যান মালিক, শ্রমিকরা অলস সময় পার করছেন।

রাজশাহী ট্রাক, ট্যাঙ্কলরি ও কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, কাগজপত্র তল্লাশির নামে পুলিশ তাদের হয়রানি করছে। টাকা আদায় করছে। এছাড়া ওজন স্কেলে টাকা না দিলে ট্রাক যেতে দেওয়া হচ্ছে না। নানা অজুহাতে তাদের হয়রানি করা হচ্ছে। এ কারণে তারা ধর্মঘট শুরু করেছেন।

রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান মনি সাংবাদিকদের জানান, সোনা মসজিদ স্থলবন্দরসহ রাজশাহী ও রংপুর বিভাগে স্থলপথে আসা বহু পণ্যবাহী ট্রাক আটকা পড়ে আছে। এতে করে ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন। এছাড়া প্রতিদিন রাজশাহী থেকে সবজি ও মাছ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। ধর্মঘটের কারণে ব্যবসায়ীরা এসব পণ্য পরিবহন করতে পারছেন না বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা/এমএইচ

প্রকাশ :মে ২২, ২০১৭ ১১:৩৫ পূর্বাহ্ণ