১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব প্রতিনিধি:

ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন পাটোয়ারী ফেরি চলাচল শুরুর বিষয়টি জানিয়েছেন।

এর আগে প্রচন্ড কুয়াশার কারণে বৃহস্পতিবার ভোর থেকে ওই নৌরুট দুটিতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

জানা গেছে, ভোরের দিকে কুয়াশা বাড়তে শুরু করলে পদ্মার মার্কিং বাতি অস্পষ্ট হয়ে আসে। এ সময় নৌ পথে দিক নির্ণয় করতে ব্যর্থ হলে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

গত ১০-১৫ দিন ধরেই শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফেরি বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় ফেরির দিকনির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে নৌরুটে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার ভোর সোয়া ৪টা থেকে সাময়িকভাবে বন্ধ রাখা হয় ফেরি চলাচল।

এদিকে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১১, ২০১৮ ১২:৩৪ অপরাহ্ণ