১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০২

উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

উপযুক্ত সময় হলেই উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা শুরু করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন যাই ইনের সঙ্গে টেলিফোনে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প কথা বলেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউস প্রেস সচিব সারা হাকাবে স্যান্ডার্সের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সর্বোচ্চ চাপের প্রচারাভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প সঠিক পরিস্থিতি ও যথোপযুক্ত সময়ে যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়া মধ্যে আলোচনা করার স্বদিচ্ছা প্রকাশ করেছেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জানুয়ারি ১১, ২০১৮ ১০:০৫ পূর্বাহ্ণ