১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৪৬

৭ মিনিট পরেও মুছে ফেলা যাবে হোয়াটসঅ্যাপ মেসেজ

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

বিশ্বে সবথেকে বেশি ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বিগত বেশ কয়েক মাস ধরে তার নতুন ফিচারের জন্য বারবার শিরোনামে উঠে এসেছে৷ কাওকে পাঠানো মেসেজ ডিলিট করার নতুন ফিচার এনেছিল হোয়াসঅ্যাপ৷ এই ফিচারের মাধ্যমে যে পাঠাচ্ছে আর যে সেই মেসেজ রিসিভ করছে, দুক্ষেত্রেই মেসেজটি মুছে ফেলা যায়৷ সাত মিনিটের মধ্যে ডিলিট না করলে, মেসেজটি ডিলিট করার অপশনটি আর পাওয়া যায় না৷ নিজের চ্যাট থেকে মেসেজ ডিলিট করা গেলেও, অন্য প্রান্তে, যাকে পাঠিয়েছেন তার থেকে আর সেই মেসেজ মুছে ফেলা যাবে না৷ তবে সম্প্রতি এক স্প্যানিশ ব্লগে দাবি করা হয়েছে, ৭ মিনিটের পরেও নাকি তা মুছে ফেলা যাবে৷ এবং সাত দিন পর্যন্ত তা ডিলিট করা যাবে৷ ওই ব্লগে কিভাবে তা ডিলিট করা যাবে তা জানানো হয়েছে৷

সূত্র অনুযায়ী, প্রথমে ওয়াইফআই বন্ধ করে মোবাইল ডেটা অন করে নিতে হবে৷ এরপর স্মার্টফোনের সেটিংস-এ গিয়ে হোয়াটসঅ্যাপে ক্লিক করে ফোর্স স্টপের অপশনে যেতে হবে এবং তাতে ক্লিক করতে হবে৷ স্টপ করার পরে ফোনের ডেট এবং টাইম সেটিংস-এ যেতে হবে৷ এখানে ফোনের ডেট এবং টাইম সেইদিনের সেট করুন যখন আপনি হোয়াটসঅ্যাপে ওই মেসেজটি পাঠিয়েছিলেন, যেটি এখন মুছে ফেলতে চাইছেন৷ এবার হোয়াটসঅ্যাপ চ্যাটে গিয়ে মেসেজে ট্যাপ করে ডিলিট ফর এভরিওয়ানে ক্লিক করলে মেসেজটি ডিলিট হয়ে যাবে৷ তবে অনেক ব্যবহারকারীই বিষয়টির সঙ্গে সহমত পোষণ করেননি৷ তাদের এধরনের সমস্যা হয়নি বলেও শোনা গেছে৷

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ১০, ২০১৮ ৪:৫৩ অপরাহ্ণ