১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৫

বাজেটে কৃষিতে ২০ শতাংশ বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিখাতে আসন্ন ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের ২০ শতাংশ বরাদ্দসহ বেশ কিছু দাবি জানিয়েছে কৃষক সংগঠনগুলো। রোববার জাতীয় প্রেসক্লাবে ‘বিশ্ব বাণিজ্য সংস্থা ও আইএমএফ’র চাপে কৃষিতে ভর্তুকি হ্রাস খাদ্য নিরাপত্তার জন্য আত্মঘাতী’ শীর্ষক এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি তুলে ধরা হয়।

 অন্যান্য দাবিগুলো হলো- বাজেটের আকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষির জন্য বরাদ্দ বৃদ্ধি করতে হবে, বাজেটে কৃষির জন্য ভর্তুকি বৃদ্ধি ও তার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে, কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মূল্য কমিশন গঠন করতে হবে, ক্ষতিকর বিদেশি বীজ আমদানি করা যাবে না, বিটি বেগুন, গোল্ডেন রাইসসহ বিতর্কিত জিএমও কৃষি প্রবর্তন বন্ধ করতে হবে।

একইসঙ্গে পাটের ব্যবহার বাড়ানোর জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ায় সরকারকে সাধুবাদ জানিয়ে সংবাদ সম্মেলন থেকে পাটের সোনালী অতীত ফিরিয়ে আনতে এ খাতেও বিশেষ বরাদ্দের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনের আয়োজন করে- বাংলাদেশ কৃষক ফেডারেশন, উপকূলীয় কৃষক সংস্থা, বাংলাদেশ মৎস্য শ্রমিক জোট, বাংলাদেশ ভূমিহীন সমিতি, বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন, জাতীয় নারী কৃষক সংস্থা, বাংলাদেশ কিষাণী সভা, বাংলাদেশ আদিবাসী সমিতি, লেবার রিসোর্স সেন্টার, নলছিড়া পানি উন্নয়ন সমিতি, দিঘন সিআইজি এবং কেন্দ্রীয় কৃষক মৈত্রী প্রমুখ।

দৈনিক দেশজনতা/এমএইচ

প্রকাশ :মে ২২, ২০১৭ ১১:২১ পূর্বাহ্ণ