২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৭

নারীর লাশের পাশেই কাঁদছিল শিশুটি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মতিঝিলে একটি আবাসিক হোটেল থেকে রোববার গভীর রাতে অজ্ঞাত পরিচয় এক নারীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। এসময় লাশের পাশ থেকে একটি দুগ্ধজাত শিশুকে উদ্ধার করা হয়। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শেখ সাইফুল ইসলাম জানান, রাত ১১টার দিকে মতিঝিলের ফকিরাপুলের আল শাহীন নামের একটি আবাসিক হোটেলের চতুর্থ তলার ১৬নং কক্ষ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

গলায় ওড়না গিঁট দেওয়া অবস্থায় খাটের ওপর পড়ে ছিল ওই নারীর লাশ। এ সময় অসুস্থ অবস্থায় দুই মাস বয়সী এক কন্যা শিশুকে উদ্ধার করা হয়।

পুলিশ ধারণা করছে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এর আগে একজন পুরুষ ও একজন নারী নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই শিশুকন্যাকে সাথে নিয়ে হোটেলে উঠেন। পুরুষ লোকটি পলাতক আছে। তাদের কারোর পরিচয় জানা যায়নি। স্বামী পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

হোটেল কর্মচারীরা জানান, রাতে তারা শিশুটির কান্না শুনতে পান। এসময় তারা ওই কক্ষের সামনে গিয়ে দেখেন বাইরে থেকে তালা দেয়া। তখন তারা মতিঝিল থানায় খবর দেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু জানান, শিশুটিকে ঢাকা ঢামেক হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শিশুটির মুখের বাম পাশে আঘাতের চিহ্ন আছে। নিহত নারীর লাশ মর্গে রাখা হয়েছে।

দৈনিক দেশজনতা/এমএইচ

প্রকাশ :মে ২২, ২০১৭ ১১:০৯ পূর্বাহ্ণ