১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৪

মানবতাবিরোধী অপরাধ :মৃত্যুদণ্ড ২ ,আমৃত্যু দণ্ড ৩

নিজস্ব প্রতিবেদক:

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের ২ জনের মৃৃত্যুদণ্ড ও ৩ জনের আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিরা হলেন-শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী। এদের মধ্যে নেসার আলী ও ওজায়ের আহমেদ চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ ও বাকি ৩ জনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী ছাড়া বাকিরা পলাতক।

তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

 

প্রকাশ :জানুয়ারি ১০, ২০১৮ ১০:১৯ পূর্বাহ্ণ