৩রা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৩৯

কচুয়া স্বেচ্ছাসেবক দলের পৌর ও উপজেলা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুর জেলার কচুয়া পৌর শাখার স্বেচ্ছাসেবক দলের পাঁচ সদস্যে আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। মোঃ এনামুল হক প্রদানকে সভাপতি এবং সাধারন সম্পাদক করা হয়েছে মোঃ ইব্রাহিম পারভেজকে। কমিটির অন্য তিন সদস্য হলেন, মোঃ আব্দুল কাদের ফারুখ সিনিয়ির সহ সভাপতি, মোঃ মমিন মিয়া যুগ্ম সাধারন সম্পাদক এবং মোঃ মাসুদ গাজী সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোহম্মদ হুমায়ুন কবিরকে সভাপতি এবং গাজী মোঃ শাহজাহান সিরাজ সাধারন সম্পাদক করে কচুয়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের পাঁচ সদস্যে আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটির অন্য তিন সদস্য হলেন, মোঃ বাহারুল আলম সিনিয়র সহ সভাপতি, এস এম মান্নান সবুজ যুগ্ম সাধারন সম্পাদক এবং মোঃ মোশাররফ হোসেন সাংগঠনিক সম্পাদক।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ৯, ২০১৮ ৮:১০ অপরাহ্ণ