১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৩

রংপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রংপুর প্রতিবেদক:

রংপুরের মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে আজ মঙ্গলবার সকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন হেলপার নিহত এবং ৪ জন আহত হয়েছে।

বড়দরগা হাইওয়ে পুলিশ ইনচার্জ এসআই নাজমুল ইসলাম নয়া দিগন্তকে জানান, আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে বৈরাগীগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা এমপি তিস্তা কোচের (ঢাকা মেট্রো-ব-১৪-৯৮৫৪) সাথে রংপুর থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া বসুন্ধরা (ঢাকা মেট্রো-ব-১১-১৫৮৯) কোচের মুখোমুখি সংষর্ঘ হয়। এতে ৬ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে আমরা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করাই।

সেখানে  চিকিৎসাধীন অবস্থায় বসুন্ধরা বাসের হেলপার রংপুর মহানগরীর উত্তম হাজিরহাট এলাকার হারুন অর রশিদ(৩৫) এবং নগরীর মধ্য পীরজাদাব এলাকার লালমিয়া(৫০) মারা যান। এছাড়াও আহত বাসের যাত্রী আকলিমা বেগম(৪৫), রাজা মিয়া(৫০), রুবি বেগম(২৫) ও মোস্তাফিজার রহমান চিকিত্সাধীন আছেন। তাদের ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ দুটি বাস উদ্ধার করে বড় দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছে।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জানুয়ারি ৯, ২০১৮ ৮:০৭ অপরাহ্ণ