স্পোর্টস ডেস্ক:
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দক্ষিণ আফ্রিকা দলে যুক্ত হয়েছেন ফাস্ট বোলার ডুয়ান অলিভার ও লুনগি এনগিদি। শনিবার থেকে সেঞ্চুরিয়ানে দ্বিতীয় টেস্ট শুরু হবে। ভারতের বিপক্ষে চলতি সিরিজে আর খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার ডেল স্টেইন। পায়ের পাতা ও গোঁড়ালি সমস্যায় সিরিজ থেকে ছিটকে পড়েন তিনি। স্টেইনকে চার থেকে ছয় সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
২৫ বছর বয়সী অলিভার দক্ষিণ আফ্রিকার হয়ে পাঁচটি টেস্ট ম্যাচ খেলেছেন। অন্যদিকে ২১ বছর বয়সী এনগিদি প্রোটিয়াদের অন্যতম প্রতিভাবান তরুণ বোলার হিসেবে ইতোমধ্যেই বিবেচিত হয়েছেন। নিউল্যান্ডে প্রথম টেস্টে ৭২ রানে জয়ী হয়ে ইতোমধ্যেই তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সে কারণে মূল একাদশে জায়গা করে নিতে এই দুই বোলারকে এখন চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে। যদিও স্টেইনের ইনজুরির কারণেই দুই পেসারকে নতুন করে দলে ডাকা হয়েছে। কোচ ওটিস গিবসন স্বীকার করেছেন টেলিভিশনে তিনি এনগিদির খেলা দেখেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচে তার বোলিং গিবসনকে বেশ আকৃষ্ট করেছে। গিবসন বলেন, ‘আমি তার সম্পর্কে বেশ ইতিবাচক কথা শুনেছি।’
এবারের ঘরোয়া মৌসুমে সব ধরনের ফর্মেটে টাইটান্স ফ্র্যাঞ্চাইজির হয়ে এনগিদি দারুণ পারফর্ম করেছেন। এর আগে অধিনায়ক ফাফ ডু প্লেসিস ইঙ্গিত দিয়েছিলেন তাদের হাতে অনেকগুলো পছন্দ আছে, এখানে একজন অতিরিক্ত ব্যাটসম্যান নেয়া হতে পারে। অথবা একজন অলরাউন্ডার বা একজন বিশেষজ্ঞ ফাস্ট বোলারও বিবেচনায় আসতে পারে।
দক্ষিণ আফ্রিকা দল : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, থেনিস ডি ব্রুয়েন, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এবি ডি ভিলিয়ার্স, ডিন এলগার, কেশাব মাহারাজ, এইডেন মারক্রাম, মর্নে মরকেল, ক্রিস মরিস, লুনগি এনগিদি, ডুয়ানে অলিভার, আনডিলে ফেলুকুয়ায়ো, ভারনন ফিলানডার ও কাগিসো রাবাদা।
দৈনিকদেশজনতা/ আই সি