নিজস্ব প্রতিবেদক:
ইসলামী ব্যাংক নিয়ে সরকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার সচিবালয়ে ঢাকা চেম্বার ও ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে। ভাইস চেয়ারম্যান আহসানুল আলম তার ব্যক্তিগত ফেইসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে চেয়ারম্যানের প্রতি স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেন, পাশাপাশি পদত্যাগের হুমকি দেন।
ব্যাংকটির চেয়ারম্যান আরাস্তু খান তার অভিযোগ অস্বীকার করে বলেন, পদত্যাগ করতে চাইলে তিনি করতে পারেন, সেটি তার ব্যক্তিগত ব্যাপার।
আহসানুল আলম নতুন করে বলেন, তাকে পদত্যাগে বাধ্য করা হলে অধিকাংশ পরিচালক পদত্যাগ করবেন।
ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের চলমান এ দ্বন্দ্বে মুখ খুললেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আমরা আপাতত ইসলামী ব্যাংকে হস্তক্ষেপ করবো না। যা সিদ্ধান্ত নেয়ার পরিচালনা পর্ষদ নিবে। তবে ইসলামী উন্নয়ন ব্যাংক যদি আমাদের কাছে জানতে চায় আমরা তখন ব্যাংকটির পরিচালনা পর্ষদের কাছে জানতে চাইবো।
নতুন ভ্যাট আইন বাস্তবায়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আগামী ২৫ মের পর বিষয়টি চূড়ান্ত করা হবে। তবে ভ্যাটের হার কিছুটা কমতে পারে।
দৈনিক দেশজনতা/এমএম