১৩ই জানুয়ারি, ২০২৬ ইং | ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:৫৩

জুবায়ের হত্যা মামলার রায় ২৩ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলার রায় আগামী ২৩ জানুয়ারি ঘোষণা করবেন হাইকোর্ট। মঙ্গলবার (৯ জানুয়ারি) জুবায়ের হত্যা মামলায় ডেথ্ রেফারেন্সের শুনানী শেষ হলে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য আগামী ২৩ জানুয়ারি দিন ধার্য করেন।

এর আগে ২০১৫ সালে ১৫ ফেব্রুয়ারি বিচারক আদালতে এ মামলায় ৫ জনকে ফাঁসি ও ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৯, ২০১৮ ২:৫০ অপরাহ্ণ