১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

শাহজালালে সোনাসহ নারী আটক

নিজস্ব প্রতিবেদক:

হযরত শাহজালাল অান্তর্জাতিক বিমানবন্দরে ২৪ পিস সোনাসহ জান্নাতুল ফেরদৌস (২৩) নামে এক নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। আটক যাত্রী সোনাগুলো তার অন্তর্বাসে লুকিয়ে রেখেছিলেন। তার বাড়ি নরসিংদী। তিনি ইউএস বাংলার ফ্লাইট বিএস৩২২ যোগে চট্টগ্রাম থেকে আরোহন করেন। চট্টগ্রাম থেকে ঢাকায় আসার সময় আকাশপথে এই সোনা হস্তান্তর হয় বলে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহা পরিচালক ড. মইনুল খান।

তিনি বলেন, ফ্লাইটটি মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে শাহজালাল রুটে যাত্রী পরিবহন করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা তাকে নজরদারিতে রাখে এবং ডোমেস্টিক টার্মিনালে অবতরণের পর তাকে আটক করা হয়। আটক সোনার ওজন ২.৭৮৫ কেজি। দাম প্রায় ১.৩৯ কোটি টাকা। আটক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটকের ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সোনা বাংলাদেশ ব্যাংকে জমা দেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জানুয়ারি ৯, ২০১৮ ২:৫০ অপরাহ্ণ