১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

আমরণ অনশনে মাদরাসা শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক:

কনকনে শীতে টানা ৮দিন অবস্থান ধর্মঘটের পর এবার আমরণ অনশনে বসলেন ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা। জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে মঙ্গলবার বেলা ১১টা থেকে আমরণ অনশন শুরু করেছেন শিক্ষকরা।অনশনের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির মহাসচিব কাজী মখলেছুর রহমান পরিবর্তন ডটকমকে বলেন, অামরা বিগত ৮ দিন ধরে এখানে অবস্থান ধর্মঘট পালন করছি। এসময় অামরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অাশ্বাস অামরা পাইনি। তাই অামরা এখন থেকে অামরণ অনশন কর্মসূচি ঘোষণা করলাম। জাতীয়করণের দাবি মেনে না নেয়া পর্যন্ত অামরা অনশন চালিয়ে যাবো।

তিনি অারো বলেন, অাজ যদি কোনো শিক্ষক অনশন করে মৃত্যুবরণ করেন তাহলে জাতির কাছে সরকারের জবাবদিহিতা করতে হবে। অামাদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। অামরা অাপনাদের সমালোচনা করতে অাসিনি। এই শীতে শিক্ষকরা অার কত রাস্তায় বসে থাকবে। অামরাও অামাদের স্বজনদের কাছে ফিরে যেতে চাই।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি রুহুল অামিন পরিবর্তন ডটকমকে বলেন, অামরা শিক্ষামন্ত্রীর কোনো কথায় অার অাস্বস্থ না। অামরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘোষণা শুনতে চাই। অন্যথায় অামরা অনশন চালিয়ে যাবো।

আন্দোলনরত শিক্ষকরা জানান, একই পরিপত্রে ১৯৯৪ সালে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের বেতন নির্ধারণ করা হয় ৫০০ টাকা। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী ৫ম শ্রেণির কার্যক্রম একই হলেও ২০১৩ সালের ৯ জানুয়ারি ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে সরকার।

এসব বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি মাসে ২২ থেকে ৩০ হাজার টাকা বেতন হলেও ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা সরকারের থেকে কোনো বেতন পান না। মাদরাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি স্থলে গিয়ে দেখা যায়, প্রেস ক্লাবের মূল গেটের পাশের ফুটপাতে অবস্থান নিয়েছেন কয়েকশ আন্দোলনকারী শিক্ষক।

‘বেতন দাও নইলে ভাতদে, মোগো বেতন নইলে বিষ,’ ‘বেতন বঞ্চিত ৩২ বছর, হামরাখুব কষ্টে আছি’, ‘চাকরি আছে বেতন নাই, এমন কোনো দেশনাই’, এ ধরনের নানা স্লোগানের প্ল্যাকার্ড হাতে দাবি পূরণের পক্ষে অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সারাদেশ থেকে আসা মাদরাসা শিক্ষক-শিক্ষিকারা।

প্রসঙ্গত, জাতীয়করণের দাবিতে গত পহেলা জানুয়ারি সোমবার থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকরা। এখন পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জানুয়ারি ৯, ২০১৮ ১২:১৩ অপরাহ্ণ