নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জামিনে মুক্তি পেয়েছেন। কারাবন্দির এক মাস চার দিন পর সোমবার বেলা ১২টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
মুক্তির খবরটি নিজেই সমকালকে নিশ্চিত করেছেন আমিনুল। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়াকে কেন্দ্র করে গত ৫ ডিসেম্বর হাইকোর্ট এলাকা থেকে শাহবাগ থানা পুলিশ তাকে আটক করে। এরপর একটি মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়। গত বুধবার আদালত তার জামিনাদেশ দেন।
উল্লেখ্য, আমিনুল হক ২০১০ সালে জাতীয় ফুটবল দল থেকে অবসর নেন। এরপর বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন এক সময়ে দেশের অন্যতম সেরা এই গোলরক্ষক।
দৈনিক দেশজনতা /এন আর