১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:২১

বিচারাধীন মামলার পরিসংখ্যান চেয়েছেন সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক:

দেশের বিচারিক আদালতগুলোতে চলমান দেওয়ানি এবং ফৌজদারি মামলার পরিসংখ্যান চেয়ে জেলা জজদের চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

সোমবার (৮ জানুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (বেঞ্চ ও ডিক্রি) সানজিদা সরওয়ার এই চিঠি পাঠান। চিঠিতে বলা হয়, জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর জবাব দেওয়ার জন্য জেলায় অবস্থিত সব আদালতের দেওয়ানি ও ফৌজদারি মামলার পরিসংখ্যান পাওয়া আবশ্যক।

একইসঙ্গে মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর দুইটার মধ্যে ফ্যাক্স ও ই-মেইলের মাধ্যমে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিচারাধীন দেওয়ানি, ফৌজদারি ও বিচারাধীন মোট মামলা,পাঁচ বছর ‍এবং বেশি সময় ধরে চলমান মামলার মোট পরিসংখ্যানও চাওয়া হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ৮, ২০১৮ ৮:৪৫ অপরাহ্ণ