২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৩০

নেদারল্যান্ডের টিউলিপ ফুটল ভোলায়

এম. শরীফ হোসাইন, ভোলা :

দ্বীপজেলা ভোলায় ফুটল ন্যাদারল্যান্ডের টিউলিপ। ভোলা সদর উপজেলার ফুলপ্রেমী কর্নেল (অবসরপ্রাপ্ত) সেলিম নেদারল্যান্ড থেকে এ ফুলের বীজ এনে রোপন করেছিলেন। শহরের চরনোয়াবাদ এলাকায় তার বাড়ির ছাদে লাগানো গাছে সম্প্রতি প্রথম ফুল ফুটেছে।
ফুলপ্রেমী কর্নেল সেলিম জানান, সাধারণত দ্বীপ অঞ্চলে টিউলিপ ফুল ভালো চাষ হয়। অনেকটা শখের বসে গত বছরের সেপ্টেম্বরে টিউিলিপের বীজ রোপন করেন তিনি। তার ১০টি বীজের মধ্যে ৭টি বীজ থেকে গাছ হয়েছে। একটিতে ফুল ফুটেছে। অন্যগুলোতেও ফুল আসতে শুরু করেছে। শুধু শীতের সময়টাতে এই ফুল ফোটে। ৭-৮ দিন একটি ফুল গাছে থাকে। ফুল ঝড়ে পড়ার পর ফুলের বীজটা তুলে ফ্রিজে রেখে দিতে হয় পরের বছর লাগানোর জন্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এখনকার আবহাওয়া টিউলিপ চাষের উপযোগী।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক প্রশান্ত কুমার সাহা বলেন, টবে মাটি ভর্তি করে টিউলিপ ফুল গাছের আবাদ একটি ভালো উদ্যোগ। তবে বাণিজ্যিকভাবে এর চাষ করতে হলে আরও গবেষণা দরকার।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জানুয়ারি ৮, ২০১৮ ৮:১৮ অপরাহ্ণ