২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৭

ইরানের স্কুলে ইংরেজি শিক্ষা বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষা নিষিদ্ধ করা হয়েছে। দেশটির উচ্চমাধ্যমিক শিক্ষা পরিষদের প্রধান মেহদি নাবিদ-আদাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি সতর্ক করে বলেন, ইরানের বিদ্যালয়ে ইংরেজি শেখানো মানে পশ্চিমা সংস্কৃতি লালন করা। তার এই সতর্কতার পরই মূলত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গত রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে মেহদি নাবিদ-আদাম সরকারি বা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন থেকে ইংরেজি শিক্ষা দেশটির আইন বর্হিভূত বলে ঘোষণা করেন।

এই শিক্ষা কর্মকর্তা আরও বলেন, ইরানে ইংরেজি শিক্ষা শুরু হয় মাধ্যমিক স্কুল থেকে। যাদের বয়স ১২ থেকে ১৪ বছরের মধ্যে। তবে কিছু প্রাথমিক স্কুলে আরও কম বয়সী শিশুদের ইংরেজি পড়ানো হয়। ইরানের শিয়া-ইসলামপন্থী নেতারাও বিষয়টিকে ‘সাংস্কৃতিক আক্রমণ’ বলে অভিহিত করেছেন। ২০১১ সালে খামেনি এক বক্তব্যে, নার্সারি স্কুলে ইংরেজি ভাষা শিক্ষা দেওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জানুয়ারি ৮, ২০১৮ ৭:১১ অপরাহ্ণ