২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৫

পোশাকসহ সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক:
তৈরি পোশাকসহ সম্ভাবনাময় অন্যান্য খাতে বাংলাদেশে বিনিয়োগ এবং কিরগিজ-বাংলাদেশ যৌথ বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। আজ সোমবার বিকালে কিরগিজস্তানে নিয়োজিত বাংলাদেশের অনারারি কনসাল তেমিরবেক এরকিনোভ এবং এফবিসিসিআই নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠিত এক সভায় এ আলোচনা হয়। সভায় যৌথ বিনিয়োগের ক্ষেত্রে কিরগিজস্তান থেকে উল্লেখযোগ্য পরিমাণ ঋণ সুবিধা পাওয়ার ব্যবস্থা রয়েছে বলে বৈঠকে উল্লেখ করা হয়।
এছাড়াও এধরনের বিনিয়োগে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগেরও সুযোগ রয়েছে বলে কিরগিজস্তানের পক্ষ থেকে জানানো হয়। সভায় এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম (মহিউদ্দিন), সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ আলোচনায় অংশ নেন। এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত মহাসচিব হোসাইন জামিলও এসময় উপস্থিত ছিলেন।
এফবিসিসিআই সভাপতি অনারারি কনসালকে দেশের বর্তমান দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকা সম্পর্কে অবহিত করেন। এছাড়াও কাছাকাছি সময়ের মধ্যে দু’দেশের শীর্ষ চেম্বার অব কমার্সের মধ্যে ‘সমঝোতা স্মারক’ স্বাক্ষরের ওপরও তারা গুরুত্ব আরোপ করেন। বাসস।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ৮, ২০১৮ ৭:০৮ অপরাহ্ণ