১৮ই ডিসেম্বর, ২০২৪ ইং | ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৫৮

নারী সম্ভ্রম লুন্ঠনের ঘটনায় আমি নির্বাক: টুইট বার্তায় খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:

২০১৭ সালের দেশের নারী ও শিশু নির্যাতনের চিত্র তুলে ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, আইনশৃঙ্খলার ভয়াবহ বিপর্যয় ও নারী সম্ভ্রম লুন্ঠনের ঘটনায় আমি নির্বাক। আজ সোমবার এক টুইট বার্তায় সাবেক এই প্রধানমন্ত্রী উল্লিখিত মন্তব্য করেন।

টুইট বার্তায় বেগম খালেদা জিয়া উল্লেখ করেন,‘‘মহিলা পরিষদ বলেছে, ২০১৭-এ ১২৫১ জন মা, বোন, শিশু ধর্ষিত হয়েছে গ্যাংডরেপ হয়েছে ২২৪জন, ধর্ষণের পর হত্যার শিকার ৫৮! আইনশৃঙ্খলার এমন ভয়াবহ বিপর্যয় ও নারী সম্ভ্রম লুন্ঠনের ঘটনায় আমি নির্বাক। জনগণের রক্তের টাকায় অনির্বাচিত মাথাভারী সরকার বাস্তবে অনবরত তাদের অধিকারকে পদদলিত করেছে।’

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :জানুয়ারি ৮, ২০১৮ ৬:০১ অপরাহ্ণ