১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৬

সিলেটে ছাত্রলীগকর্মী তানিম হত্যায় আটক ৪

সিলেট প্রতিবেদক:

সিলেট সরকারি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র ও ছাত্রলীগকর্মী তানিম খান হত্যার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে ও সোমবার ভোরে তাদের আটক করা হয়। আটক সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, তানিম খুনের ঘটনায় ডায়মন্ডসহ মোট চারজনকে আটক করা হয়েছে। এরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন ডায়মন্ড, ছাত্রলীগকর্মী রুহেল আহমদ, জাকির আহমদ ও সৈয়দ আবিদ আহমদ।

তিনি জানান, সোমবার ভোরে নগরীর রায়নগর এলাকার একটি বাসা থেকে ডায়মন্ডকে আটক করা হয়। এর আগেও বিভিন্ন মামলায় গ্রেফতার হলেও তিনি জামিনে বেরিয়ে আসেন।

ওসি বলেন, এর আগে রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন কর্মীকে আটক করা হয়। তারা আওয়ামী লীগ নেতা ও সিসিক কাউন্সিলর আজুদর রহমান আজাদের অনুসারী এবং সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী গ্রুপের ছাত্রলীগকর্মী।

উল্লেখ্য, রোববার রাতে আধিপত্য বিস্তার নিয়ে নগরীর টিলাগড়ে নিজ দলের ক্যাডারদের হামলায় খুন হন তানিম খান।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ৮, ২০১৮ ৫:২৬ অপরাহ্ণ